প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটা সহ বিভিন্ন এলাকায় বিক্রির অভিযোগ উঠেছে। চার দিকে ধান ক্ষেত। এতে হুমকির মুখে পড়েছে আবাদি জমি ও ফসল। এদিকে মাটি বোঝাই ট্রাকে গ্রামীণ সড়ক নষ্ট করছে।
এছাড়াও ধুলোবালিতে দুর্ভোগ পোহাচ্ছেন রাস্তার আশে-পাশের বাসা বাড়ির জনসাধারণ। সরেজমিনে শুক্রবার বিকেলে দেখা মিলে উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুটিয়া থেকে পালিমা রাস্তার চক খিলদা ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে ফসলি ৩শ শতাংশ কৃষি জমি থেকে রাতের আঁধারে বেকু দিয়ে ৭-৮ ফুট গভীর করে মাটি কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করছেন বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। স্থানীয় কয়েকজন কৃষক নাম প্রকাশ না করা শর্তে তারা জানান, এখানে অনেক বড় জায়গা নিয়ে পুকুর করার জন্য বোরো ধান চাষের জমি থেকে বেকু দিয়ে গভীর করে মাটি কেটে জমিগুলো অনাবাদি করে ফেলছে। এভাবে দিনের পর দিন কৃষি জমি অনাবাদি হলে দেশে একটা সময় খাদ্যের ঘাটতি পরবে।
এবিষয়ে বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম এ বিষয়ে বলেন, খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।