সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

কালিহাতীতে ঘরে ঢুকে চারজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৪৩ বার দেখা হয়েছে।

মনির হোসেন, কালিহাতী :- টাঙ্গাইলের কালিহাতীতে ঘরে ঢুকে ৩ নারীসহ ৪ জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের কুচুটি গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, রিয়া (১৯), তার মা রহিমা (৪৭), বড় ভাই রিয়াদুল ইসলাম (২২) ও
মামাতো বোন অন্তি (১৮) ।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত রহিমা বেগমকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে । এদের মধ্যে রিয়াদুলের অবস্থাও আশঙ্কাজনক জনক বলে জানিয়েছেন শিশির নামের তাদের এক আত্মীয় ।

আহতদের স্বজনরা জানান, আহত রিয়ার সাথে কিছুদিন আগে টাঙ্গাইল সদরের নাজমুল নামের এক ফল ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছিলো। অল্প কয়েকদিন আগে তাদের ডিভোর্স হয়। এরপর থেকেই নাজমুল তাদের হুমকি দিয়ে আসছিলো। পরে রবিবার রাতে নাজমুলসহ প্রায় ৯জন ৩টি মোটরসাইকেলে এসে রিয়াদের ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ৪ জনকে জখম করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় তারা। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল
হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী জানান, ঘরে ঢুকে ৪জনকে
কুপিয়ে ফেলে রেখে গেছে সাবেক স্বামী এমন খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। আমি পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এই
ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এবিষয়ে কালিহাতী থানার এএসআই কাইয়ুম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme