সংবাদ শিরোনাম:

কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৯৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় তাপশ দাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টাঙ্গাইল-ভুঞাপুর মহাসড়কের কালিহাতী উপজেলার নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সওদাগর পাড়া গ্রামের গোপাল দাসের ছেলে।

কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন বলেন, তাপশ দাস ভূঞাপুর পিশির (ফুফু) বাড়ি থেকে মির্জাপুর মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। কালিহাতী উপজেলার নগরবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাপশ দাস মারা যান। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme