সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত দুই

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত দুই

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ দুই জন নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের এম এম আবুল কাশেমের ছেলে এস এম রোকুনুজ্জামান (৪৮)। রোকুনুজ্জামান কালিহাতী উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) হিসেবে কর্মরত ছিলেন এবং অপর জন মুন্সিগঞ্জ জেলার রবিন্দ্র চন্দ্র (৫২)।

কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, উপজেলার আনালিয়া বাড়িতে এক ব্যক্তির গরু অসুস্থ হওয়ার খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) রোকুনুজ্জামান রবিন্দ্র চন্দ্র নামের ওষুধ কোম্পানীর সাবেক এক প্রতিনিধিকে নিয়ে মোটরসাইকেলে যোগে রউনা হয়।

পথিমধ্যে তারা হাতিয়া এলাকায় পৌঁছলে একটি ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়।

তিনি আরো বলেন, রবিন্দ্র চন্দ্র একটি ওষুধ কোম্পানীতে কাজ করতেন। সম্প্রতি তিনি ওই ওষুধ কোম্পানীর কাজ বাদ দিয়ে উপজেলা প্রাণি সম্পদের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান জানান, বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হন। পরে ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠালে সেখানে তারা কোন লাশ পায়নি। ঘটনার পরপরই স্বজনরা লাশ নিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840