সংবাদ শিরোনাম:

কালিহাতীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৬২৫ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : ”করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি- স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে আগামী ৬-৮ ডিসেম্বর ৩ দিন ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী,মেডিকেল অফিসার (মা, শিশু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডাঃ মাসুদ মোর্শেদ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা: মোজাম্মেল করিম।

এসময় কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, সহ-সভাপতি তারেক আহমেদ, যুগ্ম সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন ও উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা: মোজাম্মেল করিম বলেন, জনগণকে প্রত্যাশা অনুযায়ী মান সম্পন্ন সেবা দেয়া এবং সেবা গ্রহীতার অধিকারসমুহ অবশ্যই নিশ্চিত করতে হবে। তাই জনগণকে তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান এবং সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সেবা প্রদানে সেবাদানকারী কর্তৃক আরও বেশি আন্তরিক হবার উদ্দেশ্যেই পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতি বছর এ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করে থাকে।
তারই অংশ হিসেবে কালিহাতীতে আগামী ৬-৮ ডিসেম্বর ৩ দিন ব্যাপী ৩ টি ক্যাম্পের মাধ্যমে সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme