মনির হোসেন কালিহাতী : আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় কালিহাতীতে নবযোগদানকৃত মাঠ সহকারীদের ওরিয়েন্টেশন ও বাইসাইকেল বিতরন করা হয়েছে।
রোববার (২৬ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম। এসময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম,
আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোপাল চন্দ্র সরকার।বাইসাইকেল বিতরন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ।