মনির হোসেন কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে কালিহাতী উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়।
কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কালিহাতী পৌর সভার মেয়র আলী আকবর জব্বার, যুগ্ম-আহবায়ক মতিউল আলম তালুকদার,
হাবিবুর রহমান ঠান্ডু, সহিদুর রহমান সিদ্দিকী, যুবদলের আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, কালিহাতী পৌর বিএনপির সভাপতি সিদ্দিক হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আমিনুর ইসলামসহ উপজেলা ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।