প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী : কালিহাতীতে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজনে করে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে, জয়িতাঅন্বেষনে বাংলাদেশ শীষর্ক কার্যক্রমের আওতায় ৫ জন জয়িতা নারীকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার প্রমূখ।
অনুষ্ঠানে নারী নেত্রী এবং নারী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।