সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
কালিহাতীর দুর্গাপুর ইউনিয়নে বিষাক্ত তামাকের ছোবল

কালিহাতীর দুর্গাপুর ইউনিয়নে বিষাক্ত তামাকের ছোবল

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীর দুই তীর জুড়ে তামাকের ব্যাপক চাষাবাদ হয়েছে। উপজেলাতে বিভিন্ন তামাক কোম্পানীর প্রলোভনে পড়ে চাষীরা পরিবেশ বিধ্বংসী তামাক চাষে ঝুঁকে পড়েছেন। এতে উপজেলার কৃষি সম্ভাবনাময় মিষ্টি আলু, গোলআলু, কাচামরিচ, মিষ্টি কুমড়া, তরমুজ, টমেটো, বেগুন, খিরা, ধানসহ সব ধরনের রবি শষ্য উৎপাদন ষাট শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কৃষি বিভাগ উপজেলায় সরকারী নির্দেশনা মোতাবেক মাত্র কয়েক একর জমিতে তামাক চাষের হিসাব দেখালেও বাস্তবে অনেক বেশি জমিতে নির্বিঘ্নে তামাক চাষ চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী জানায়, বিভিন্ন তামাক কোম্পানীর লোভনীয় ফাঁদে পা দিয়ে অনেক কৃষক তামাক চাষে ঝুঁঁকে পড়ছেন। এ অবস্থা চলতে থাকলে উপজেলায় বছর বছর খাদ্য উৎপাদনে জমির পরিমাণ কমে যাবে।

জানা যায়, কালিহাতী, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীর দুই তীরে বিস্তির্ন এলাকাজুড়ে তামাকের সর্বনাশা আগ্রাসনে আবাদি জমি দখল করে ফেলেছে। যার ফলে শাক সবজিসহ রবি শষ্য আবাদ প্রতি বছরই কমে যাচ্ছে। গ্রাম অঞ্চলে বর্তমান মৌসুমে তামাক কোম্পানীর প্রতিনিধিরা আগাম অর্থ প্রদানের নামে দাদন দিয়ে চাষীদের বিভিন্ন লোভ লালসা দেখিয়ে ক্ষতি কারক সর্বনাশা তামাক চাষের দিকে বিস্তার ঘটাচ্ছে। আগে যেসব জমিতে ধান, মরিচ, বেগুন, আলু, মিষ্টি আলু, টমেটো, ধনিয়া পাতা, ভুট্রা, ছনফুল, শিমসহ বিভিন্ন শাক সবজি উৎপাদন হতো, এখন সে সব জমিতে তামাক চাষে ছেয়ে গেছে। তামাক চাষ বৃদ্ধি পাওয়ার কারণে আবাদি জমি কমে যাওয়ায় কৃষি খাদ্য এখন নিরাপত্তার চরম হুমকির মুখে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে খাদ্য উৎপাদনে চরম খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। পাশাপাশি তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

উপজেলার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বর্তমানে তামাক চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তামাক চাষ বন্ধে কৃষি বিভাগের পক্ষ থেকে ও কৃষকদের সচেতন করে তেলার চেষ্টা করতে হবে।

এ বিষয়ে কালিহাতী কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন তালুকদার জানান, তামাক চাষের ব্যপারে কৃষকদের নিরুৎসাহিত করার জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে এবং তামাক চাষের ক্ষতি ও কুফল সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়ার চেষ্টা অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840