সোহেল রানা, টাঙ্গাইল : বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গনতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিক ভাবে
চলমান থাকতে হবে, এই দেশটি আমাদের সকলের, সকলে মিলেই গড়ে তুলতে হবে। দ্বিধাদ›দ্ধ এবং আন্দোলনকে নিয়ে বির্তক না করে সকলে মিলে ঐক্যবদ্বভাবে আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে, আগামী বাংলাদেশ হবে গনতন্ত্রের বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) টাঙ্গাইল মেডিকেল কলেজে জুলাই-আগস্ট গনঅভ্যুথান, শোক ও বিজয়ের ১ বর্ষপূর্তিতে কেন্দ্রিয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রচার সম্পাদক বলেন, আগামীতে আমরা সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ চাই।
গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে, সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হবে, জনগন দূর্ভোগ পায় এই রকম কাজের সাথে সম্পৃক্ত হবে, যারা অন্যায়ের সাথে জড়িত থাকবেন- তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে অসংখ্য বিএনপি নেতারা গুম হয়েছে , খুন হয়েছে। আমাদের দেশনেত্রীকে দীর্ঘ ৬ বছর জেলে রাখা হয়েছে। অসংখ্য আলেম উলামাদের হত্যা করা হয়েছে। আজকে এই আন্দোলনে একমাত্র সংগঠন বিএনপি, যে সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীরা শহীদ হয়েছেন। সালাউদ্দিন বলেন, আজ জুলাই-আগস্ট গনঅভ্যুথান এক বছর প্রায় পূর্ন হয়েছে। যদি আমরা দ্বিধা-বিভক্ত হয়ে যাই যারা শহীদ হলেন, যারা রক্ত দিলেন। তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে। এই জন্যই কি আমরা শহীদ হয়েছি।
এই জন্য কি আমরা রক্ত দিয়েছি। বংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় হয়েছে , গনতন্ত্র সামনে আসবে এটাই কিন্তু স্বাভাবিক।
এ সময় টাঙ্গাইল জেলা ড্যাবের সভাপতি ডাঃ আব্দুল মতিনের সভাপতিত্বে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. ফরহাদ ইকবাল, বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির অঙ্গ সংগঠন ও জেলা ড্যাবের নেতৃবৃন্দ।