সংবাদ শিরোনাম:

গোপালপুরের সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩৮৫ বার দেখা হয়েছে।

মো. নুর আলম গোপালপুর :”সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” প্রতিপাদ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের গোপালপুর শাখার আয়োজনে গোপালপুর সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে কেককাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সুজনের গোপালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী। 
সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার আতিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল ও মুহাম্মদ সাইফুল ইসলাম এবং কবি আ. ছাত্তার পলাশী প্রমূখ।
পরে এক বর্ণাঢ্য পদযাত্রায় স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, সুজন-সুশাসনের জন্য নাগরিক সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে উঠা একটি সংগঠন। ২০০২ সালের ১২ নভেম্বর বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ ও ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে সংগঠনটি আত্বপ্রকাশ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme