সংবাদ শিরোনাম:

গোপালপুর বাস টার্মিনাল বেহাল দশা

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০১৯
  • ৬২৭ বার দেখা হয়েছে।

নুর আলম, গোপালপুর: গোপালপুর বাস টার্মিনালের বেহাল দশা, বাসস্ট্যান্ডে কোথাও গাড়ি রাখার জায়গায় নেই। একটু বৃষ্টি হলেই গাড়ি রাখার জায়গা থাকে না , বাসস্ট্যান্ডে শুধু কাদা আর কাদা , বেশ কয়েকবার সংস্কার করেও তার কোন ফল মিলছে না।

এদিকে সরকারি বাস স্ট্যান্ড না থাকায় বাস গুলি রাস্তার পাশ দিয়ে রাখতে হয় ।গোপালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা জানান, আমাদের সরকারি বাস টার্মিনাল না থাকায় বাস মালিক সমিতির নিজস্ব অর্থায়নে বাস টার্মিনাল ভাড়া দিয়ে বাস টার্মিনাল পরিচালনা করতে হয়।

অপরদিকে গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল কবির আজাদ জানান সরকারি বাস টার্মিনাল না থাকায় আমাদের শ্রমিকদের অনেক দুর্ভোগ পোহাতে হয়, তাই আমি আশাবাদী অতি শীঘ্রই সরকারি বাস টার্মিনাল হবে।

গোপালপুর বাস মালিক সমিতি মালিকরা জানান টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি বাস স্ট্যান্ড পরিদর্শন করে আশ্বাস দিয়েছেন সরকারি একটি বাস স্ট্যান্ড উপহার দিবে । 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme