সংবাদ শিরোনাম:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
গোপালপুর হাতেম আলী তালুকদারের মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া

গোপালপুর হাতেম আলী তালুকদারের মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া

মো. নুর আলম গোপালপুর : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সংসদ সদস্য এবং শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জননেতা হাতেম আলী তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জননেতা হাতেম আলী তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারন করেন গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান তুলা, বীর মুক্তিযোদ্ধা  ডাঃ আঃ মান্নান,

বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্র নাথ সরকার (বিমল), উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম ফারুক ও অন্যন্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ,

অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোঃ আয়নাল হক ,উল্লেখ্য শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয় জননেতা হাতেম আলী তালুকদারের মায়ের নামে ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করা হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাতার জন্য দোয়া ও মোনাজাত করা হয় । 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক এক সাক্ষাৎকার গ্রহন অনুষ্ঠানে শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গোপালপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান তুলা, বীর মুক্তিযোদ্ধা  ডাঃ আঃ মান্নান, বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্র নাথ সরকার (বিমল) । 
মুক্তিযোদ্ধা দেয়া প্রশ্নোত্তর শিক্ষার্থীরা খাতায় লেখে নেন । 

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840