সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ঘাটাইলের দেওপাড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পাড়াপাড়

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ১২৭৪ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম : ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন খাকুরিয়া ব্রিজ ঝুকিপূর্ন হয়ে পড়েছে।

দেওপাড়া কালিহাতী সড়কের দেওপাড়া খাকুরিয়াতে অবস্থিত ব্রিজটির মাঝখানে ঢালাই ধ্বসে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পাড় হয় এ ব্রিজ দিয়ে। বিকল্প কোন সড়ক না থাকায় শত শত যানবাহন বাধ্য হয়েই প্রতিনিয়ত ঝুঁকিপুর্ন এ ব্রিজটির ওপর দিয়ে যাতায়াত করছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটির মাঝখানে ঢালাই ধ্বসে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটির ওপর দিয়ে যানবাহন পার হওয়ার সময় গাড়ীর একপাশ উচু করে যাত্রীরা যানবাহন পার করছে।

যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। কালিহাতী থেকে দেওপাড়া -ধলাপাড়া, গান্ধী, চৌরা, কালিকাপুর, তালতলা, শোলাকী পাড়া, শিবের পাড়া, মলাজানি, বাদামজানি সহ বেশ কয়েকটি গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম হল এ ব্রিজ।

সিএনজি চালক আমিনুর জানান, এই ব্রিজটির ওপর দিয়ে সিএনজি চালাতে খুব ভয় করে, যে কোন সময় দূর্ঘটনার কবলে পড়তে পারি। অটোরিক্সাগুলো এ ব্রিজের উপর দিয়ে পাড় করতে গেলে ৩-৪ জন লোক মিলে গাড়ীর একপাশ উচু করে ধরে গাড়ী পাড় করতে হয়। যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটির সংস্কার করা উচিত।

কালিহাতী থেকে দেওপাড়াগামী সিএনজি যাত্রী রোকন তালুকদার জানান, দেওপাড়া থেকে কালিহাতী ও টাঙ্গাইল যাওয়ার বিকল্প কোন সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে যাতায়াত করি। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই অতিদ্রুত ব্রিজটির সংস্কার প্রয়োজন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme