সংবাদ শিরোনাম:

ঘাটাইলে ট্রাক- সিএনজির সংঘর্ষে দুই নারী নিহত,আহত চার

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৬৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে।এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার গারোবাজার-সাগরদিঘী সড়কের গারোবাজার মুরাইদ(ছলিং) কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২২), একই উপজেলার চর ভিন্নপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩০)। ঘাটাইলের সাঘরদিঘী ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, পরিবারের সদস্যরা ভাড়া করা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে গাজীপুর থেকে সরিষাবাড়ির দিকে যাচ্ছিলো। দুপুর দুইটার দিকে অটোরিকশাটি গারোবাজারসংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সাথে  মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা করুনা বেগম মারা যায়। পরে শিশুসহ ছয়জনকে আহতবস্থায় মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় করুনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম মারা যায়।

ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme