সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

ঘাটাইলে তিল চাষে লাভবান হচ্ছে কৃষকরা

  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : তিল চাষ করে অধিক লাভবান হচ্ছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃষকরা। কম খরচে বেশি ফলন ও বাজারে ভালো দাম থাকায় উপজেলার চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। দেড় থেকে দুই হাজার টাকা খরচ করে বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ করছেন তারা। ঘাটাইলে তিলের ফলন ভালো হওয়ায় প্রতি বছরই আবাদী জমির পরিমাণ বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে তিল চাষির সংখ্যা। আগামীতে তিলের আবাদ আরও বাড়বে বলে আশা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের পর বছর অনাবাদী থাকে এমন জমিতে তিল চাষ করে কোনো নিড়ানী ছাড়াই অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভবান হচ্ছেন কৃষকরা। দেড় থেকে দুই হাজার টাকা খরচ করে বিঘায় ৮ থেকে ১০ মণ তিল উৎপাদন হয় জমিতে। তারা আরও জানান, উঁচু জমিতে তিল চাষ ভালো হয়। তিল চাষ করার পর সার, কিটনাশক বা সেচ দেওয়া লাগে না। আগাছাও নিড়ানী দেওয়া লাগে না জমিতে। এছাড়াও তিলের জমিতে বৃষ্টির পানি জমলে বা জলাবদ্ধতা সৃষ্টি হলে তিল নষ্ট হয়ে যায়। এজন্য নিচু জমিতে তিল চাষ খুব কম করা হয়।

উপজেলার শোলাকুড়া গ্রামের কৃষক মনির আহমেদ বলেন, ‘তিল চাষে খরচ কম, আয় বেশি। আমার তিন বিঘা জমিতে তিল চাষ করেছি। আশা রাখি, প্রায় ৭০ হাজারের উপরে টাকা আসবে। প্রতিবছর জমিতে তিলই চাষ করবো। গারোবাজার এলাকার কাশেম মিয়া নামে আরেক কৃষক বলেন, ‘জমিতে নিড় দিতে হয় না। কোনরকম বীজ বুনে রেখে দেই। আর ফলনও ভালো হয়। তবে এই ফসলের বড় সমস্যা নিচু জমি। বৃষ্টির পানি জমলেই গাছ মরে যায়। তাই তুলনামূলক উঁচু জমিতে লাগাইতে হয়। কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল তিল বীজ বিতরণসহ কারিগরি প্রশিক্ষণ দেওয়া হলে এটি চাষে তাদের মধ্যে আরো সাড়া জাগবে বলে জানান তারা।

ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, জেলায় ১৩৫০ হেক্টর জমিতে তিল চাষ হয়েছে। এই তিল চাষে এবছর চাষিরা বেশ লাভবান হবেন। বৃষ্টিপাতে সামান্য ক্ষতি হয়েছে। তারপরও প্রায় ৪৭০ টন তিল উৎপাদিত হবে। যার বাজার মূল্য হবে দুই কোটি ৭৫ লাখ টাকা। এখন বাজারে তিলের মূল্য হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকা। চাষি তিল বিক্রি অনেক লাভবান হবেন এবং আগামীতে আবাদ বাড়বে বলে মনে করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme