সংবাদ শিরোনাম:

ঘাটাইলে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

  • আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান।

আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু প্রমুখ।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অংশ নেয় ফুলহারা শেরে বাংলা সমিতি এবং ফতেরপাড়া ভলিবল ক্লাব। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ফুলহারা শেরে বাংলা সমিতি ফতেরপাড়া ভলিবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ফুলহারা শেরে বাংলা সমিতিকে পুরস্কারের ৫০ হাজার টাকার চেক এবং রানার্সআপ ফতেরপাড়া ভলিবল ক্লাবকে ৩০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme