সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

ঘাটাইলে ভিজিডি’র ১৬ বস্তা সরকারি চাল জব্দ, দুইজনকে কারাদন্ড

  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৬১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাস সংলগ্ন ঝড়কা বাজারের একটি রেশন বিক্রির দোকান থেকে ১৬ বস্তা (৯৪৯ কেজি) সরকারি ভিজিডি’র চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে সময় ভ্রাম্যমাণ আদালত দোকান মালিক জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সরকারি চাল বিক্রি করতে নিয়ে আসার অপরাধে দুইজনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

সোমবার (২৪ মে) ঘাটাইলের ঝড়কা বাজারে সন্ধ্যায় জুরান সিকদারের ছেলে (অবঃ) সার্জেন্ট জাকির হোসেনের মালিকানাধীন জাকির রেশন ষ্টোরে এই অভিযান পরিচালনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় ঝরকা বাজারে অবস্থিত জাকির রেশন ষ্টোরে বিক্রি করার জন্য আনা হয়েছে বিপুল পরিমাণের সরকারি চাল। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনার সত্যতা পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার জানান, জাকির হোসেনের রেশন স্টোরে সরকারি ভিজিডি চাল জব্দ করার সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হলে চাল বিক্রিতা দেওপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেনের ছেলে আপন মিয়া (৩০) ও হানিফার ছেলে তোফায়েল হোসেন (২৮) স্বীকার করেন, তারা ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্রি নিষিদ্ধ সরকারি এই চাল কিনেন। পরবর্তীতে তারা ঝড়কা বাজারে অবস্থিত জাকির হসেনের রেশন ষ্টোরে তা বিক্রির জন্য নিয়ে আসেন। পরে তা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও বলেন, সে সময় ভ্রাম্যমাণ আদালত রেশন ষ্টোরের মালিক জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সরকারি চাল বিক্রেতা আপন মিয়া ও তোফায়েল হোসেনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। পরবর্তীতে আদালতের মাধ্যমে বিক্রি নিষিদ্ধ সরকারি ভিজিডির ১৬ বস্তা চাল জব্দ করে নিয়ে যাওয়া হয় এবং আসামী দুইজনকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি জানান। জব্দকৃত ৫০ কেজির ১৬ টি বস্তায় প্রায় ৯৪৯ কেজি সরকারি ভিজিডি চাল ছিল বলে প্রাথমিকভাবে জানান অঞ্জন কুমার সরকার। চাল বিক্রিতারা সরকারি বস্তা পরিবর্তন করে সাধারণ সাদা বস্তা করে তা নিয়ে বিক্রির জন্য আসেন বলেও তিনি সে সময় জানান।

এ বিষয়ে লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাব্বর হোসেন, লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে আটককৃতরা ওই চাল কিনেছেন- এমন তথ্য অস্বীকার করে বলেন, আমি সংবাদ পেয়ে ঝরকা ঘটনাস্থলে গিয়েছিলাম। সোমবার (২৪ মে) আমরা প্রথমবারের মতো ৩০ কেজি চালের ১০৩ বস্তা চাল পরিষদের ভবন এলাকায় বিতরণ করেছি। কেউ যদি ওই চাল নিয়ে কোথাও অন্যত্র বিক্রি করে দেয় তাহলে আমাদের কি করার আছে বলে মন্তব্য করেন তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme