প্রতিদিন প্রতিবেদক : পরিবারের সাথে ঈদ কাটাতে বাড়ি এসেছিলেন রেজাউল করিম (৩৪)। ঢাকার জিরানী বাজারে একটি টেক্সটাইল কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষ। কর্মস্থলে যোগ দেওয়া আর হলো না। বুধবার ১৯ মে ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার কদমতলী নামক স্থানে এক মোটরসাইকেল দূর্ঘটনায় তিনি নিহত হন।
তিনি ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজ শেষ করে স্থানীয়রা হাটাহাটি করার সময় সড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবার থানায় এসে লাশ শনাক্ত করে।
রেজাউল করিমের পরিবার জানায়, জিরানী বাজার ঢাকাতে একটি প্রাইভেট কোম্পানিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তিনি কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। ছুটি শেষে ভোরে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে যান।