সংবাদ শিরোনাম:

ঘাটাইলে শাশুড়ি-পুত্রবধূসহ তিনজনের লাশ উদ্ধার

  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৬৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাই‌লের ঘাটাই‌লে এক বাসা থেকে শাশুড়ি পুত্রবধূসহ তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শ‌নিবার (৩০ অ‌ক্টোবর) সকা‌ল ১০টায় উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকার নিজ বা‌ড়ি থে‌কে মর‌দেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ওই এলাকার মৃত হয়রত আলী স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৬) ও অজ্ঞাত পুরুষ (৩৫)।

দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান আবুল কালাম আজাদ মামুন জানান, হা‌মিদপু‌রের খামারপাড়ায় এ বাড়ি থেকে শাশুড়ি, ছে‌লের বউ ও এক যুব‌কের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্ক‌জনক। নিহত যুবক ও শিশুর পরিচয় পাওয়া যায়নি।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, উপজেলার কাশতলা এলাকার একটি বাসায় তিনজনের লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্বাশুড়ি জমেলা বেগম, ছেলের বউ সুমি ও শাহজালাল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘঠিত কারণে এ হত্যাকান্ড। তদন্ত চলছে পরে হত্যাকান্ডের আসল রহস্য জানা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme