সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

ঘাটাইলে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পরকীয়া সন্দেহে স্ত্রী সবুরা বেগমকে (৪৫) হত্যার পর স্বামী বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘাটাইলের রসুলপুর ইউনিয়নের রসুলপুর তেঁতুলতলা গর্জনাপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ভাই কায়ছার হামিদ বাদি হয়ে রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঘাটাইল থানায় মামলা করেছেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার সন্ধ্যায় এ তথ্য জানান।

নিহত সবুরা বেগম একই গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার মেয়ে।

মামলার বাদি কায়ছার হামিদ বলেন, ‘আমার বোনজামাই আব্দুল লতিফ কাতার প্রবাসী। তিন মাস আগে তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর থেকেই মিথ্যা অপবাদে আমার বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন তিনি। ঝগড়ার সময় আমার বোনকে মেরে ফেলে বিদেশ চলে যাওয়ার ভয়ও দেখাতেন তিনি। ’

তিনি আরো বলেন, ‘শনিবার দুপুরে আমার ভাগ্নে সাব্বির বাড়ি ফিরে দেখে, ঘরের একখাটে মুখে কসটেপ পেঁচানো অবস্থায় তাঁর মা আর অন্য খাটে তাঁর বাবা পড়ে আছে। এ সময় সে চিৎকার শুরু করে। ভাগ্নের চিৎকার শুনে আমরা বাড়িতে গিয়ে আমার বোনের মুখে কসটেপ পেঁচানো লাশ দেখতে পাই। অন্য খাটে বিষপান করা অবস্থায় বোনজামাইকে পাই। আমার বোনজামাইকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানেই আমার বোনজামাই আব্দুল লতিফ পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। ’

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লতিফ পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme