সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

চেতনানাশক ইনজেকশন দিয়ে প্রেমিককে হত্যা করে প্রেমিকা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে অবস্থিত বঙ্গবন্ধু ইকোপার্কে রহস্যজনক রুবেল রানা (২৮) হত্যার রহস্য উদঘাটন করেছে সিআইডি। এ ঘটনায় জড়িত প্রেমিকা লাভলী খাতুনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। লাভলী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর গ্রামের লাল মিয়ার মেয়ে।

নিহত রুবেল রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শ্যামশৈল গ্রামের আব্দুল লতিফের ছেলে।

সিরাজগঞ্জ সিআইডি পুলিশের ইন্সপেক্টর ও তদন্ত কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম জানান, প্রায় চার বছর পূর্বে রুবেল রানা ও লাভলী খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তা দৈহিক সম্পর্কে রূপ নেয়। রুবেল রানা বিভিন্ন সময় তাদের অন্তরঙ্গের ভিডিও ধারণ করে লাভলীকে ব্ল্যাকমেইল করে আসছিলো। তিনি জানান, চলতি বছরের ২৭ জানুয়ারি লাভলী খাতুন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে রুবেল রানাকে নিয়ে সিরাজগঞ্জে ইকোপার্কে বেড়াতে আসেন। এর একপর্যায়ে যৌন উত্তেজক ওষুধের কথা বলে রুবেল রানার শরীরে চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করেন প্রেমিকা লাভলী খাতুন। এতে ঘটনাস্থলেই রুবেল রানা মারা যান। পরদিন পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পরে স্বজনরা এসে রুবেল রানাকে শনাক্ত করলে পুলিশ তাদের কাছে লাশ হস্তান্তর করে। এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ঘটনার তদন্তভার সিআইডিকে দেয়া হলে তারা ঘটনাস্থল থেকে একজন নারীর চুল আলামত হিসেবে উদ্ধার করে। এরই সূত্র ধরে সিআইডি প্রকৃত ঘটনা উদঘাটন করতে সক্ষম হয় এবং মঙ্গলবার রাতে ঢাকার ধামরাই এলাকার মেডিসিটি হসপিটাল থেকে হত্যাকারী প্রেমিকা লাভলী খাতুনকে গ্রেফতার করে।

গত বুধবার দুপুরে লাভলী খাতুনকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে সন্ধ্যায় বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme