সংবাদ শিরোনাম:
মাভাবিপ্রবিতে বিতর্কে জয়ী জয়ের বিরোধী দল ‘ভগ্নমনস্কতা’ টাঙ্গাইলে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে দেলদুয়ারে মানববন্ধন ও বিক্ষোভ

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে দেলদুয়ারে মানববন্ধন ও বিক্ষোভ

TANGAIL-PRATIDIN

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: দেলদুয়ারে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের সামনে তারা বিক্ষোভ করে। এসময় উত্ত্যক্তকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করে তারা।

পরে শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার যথাযথ বিচারের আশ্বস্থ করলে শিক্ষার্থীরা মানব বন্ধন ছেড়ে স্কুলে চলে যায়। মঙ্গলবার ডাঃ এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করে জাঙ্গালিয়া গ্রামের আলী হোসেনের বখাটে ছেলে তানজিল।

বিদ্যালয়ের কয়েকজন ছাত্র এর প্রতিবাদ করলে তানজিল তাদের মারধর করে। জনৈক শিক্ষক এগিয়ে এলে তাকেও প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ শেষে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর দ্বিতীয় দফা হামলা চালায় বখাটে তানজিল ও তার সঙ্গীরা। এসময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন জানান, দশম শ্রেণীর ছাত্র তানজিলকে বিভিন্ন অভিযোগের দায়ে হোম টিসি দেয়া হয়েছে। সেই সঙ্গে বিদ্যালয় আঙিনায় প্রবেশেরও নিষেধাঙ্গা দেয়া হয়েছে। কিন্তু নিষেধাঙ্গা অমান্য করে সে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরন করছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ছাত্রী উত্ত্যক্তকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840