প্রতিদিন প্রতিবেদক: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে।
৫ মে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখা হতে প্রেরিত উক্ত চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহীদগণের উত্তরাধিকারের হাতে সঞ্চয়পত্রের চেক চেক তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক। গেজেটভুক্ত টাঙ্গাইলের ০৯জন শহীদগণের প্রত্যেকের উত্তরাধিকারের মাঝে দশ লক্ষ টাকা করে সঞ্চয়পত্রের চেক প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।