মাসুদ রানা, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে আইপিএলের জুয়ার জন্য টাকা ধার না দেয়ায় গৃহবধুকে ইটদিয়ে থেঁতলে হত্যা করেছে প্রতীবেশী এক আইপিএল জুয়ারী। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার কাশীল ইউনিয়নের বাংড়া পৃর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধু লিমা বেগম(২৮) ওই এলাকার জোয়াহের মিয়ার প্রবাসী ছেলে ময়নাল মিয়া জাহিদের স্ত্রী। হত্যাকারী প্রতেবেশী ফজল মিয়ার ছেলে জুয়ারী ট্রাফে-ট্রাক্টর চালক ওয়াসিম মিয়া(৩২)। নিহত গৃহবধু লিমার সাড়ে ৪ বছরের তাওহীদ নামের এক পুত্র সন্তান রয়েছে। এঘটনায় পরদিন (১৩ এপ্রিল) বুধবার ওয়াসিম মিয়াকে একমাত্র আসামী করে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের শশুর ।
নিহতের শশুর জোয়াহের মিয়া এবং এলাকাবাসীসূত্রে জানাযায়, পেশাদার আইপিএল জুয়ারী ট্রাফে চালক ওয়াসিম এলাকা একজন চিহ্নিত জুয়ারী। বিভিন্ন সময় লোকের কাছ থেকে আইপিএলের জন্য টাকা ধার করতো সে। ঘটনার দিন লিমা মার্কেট থেকে কেনাকাটা করে বিকেলে বাড়ি আসে। লিমার প্রবাসী স্বামীর পাঠানো টাকা উত্তোলন করেছে এই ধারনায় রাতে ওয়াসিম লিমার কাছে টাকা চাইতে যায় । টাকা দিতে অস্বিকার করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ইটদিয়ে আঘাত করে তার মাথা থেঁতলে দেয় ওয়াসিম। বিপরীত দিকের ঘড়ে থাকা লিমার শশুর তাওহীদের চিৎকারে ঘুম থেকে উঠে লিমার ঘরে গিয়ে ওয়াসিমকে জাপটে ধরলে তাকে ধাক্কাদিয়ে ফেলে পালিয়ে যায় সে। মুমুর্ষ অবস্থায় লিমাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের শশুর জোয়াহের মিয়া বলেন, আমার নাতির চিৎকারে ঘুমভেঙে ওই ঘরে যাই।মেঝে ও আশেপাশে রক্তে ছড়াছড়ি।ওয়াসিম ঘরথেকে বের হবার সময় তাকে জাপটে ধরলে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে। আমি এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের শশুর বাদী হয়ে বুধবার(১৩ এপ্রিল) একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।