সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলের ধনবাড়ীর সাফল্যের পাঁচ নারী

টাঙ্গাইলের ধনবাড়ীর সাফল্যের পাঁচ নারী

হাফিজুর রহমান,মধুপুর: কষ্টের জীবন সংগ্রাম লড়াইয়ের পথ অতিক্রম করে টাঙ্গাইলের ধনবাড়ীর পাঁচ জন নারী উদ্যোক্তা আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন। সরেজমিনে গিয়ে কথা বলে জানা গেছে, নারী জয়িতা ধনবাড়ী উপজেলার পৌর শহরের কিশামত গ্রামের ফজর আলীর ছেলে বাবলু মিয়ার স্ত্রী ময়না বেগম। তিনি তার বাবার ঘরে বড় মেয়ে সন্তান হওয়ায় তার মাকে সহ্য করতে হয়েছে অনেক কষ্ট যন্ত্রণা। পরে ১২ বছর বয়সেই একই এলাকার বাবলু মিয়ার সাথে বিয়ে দিয়ে দেন বাবা। বিয়ের পরে স্বামী বাবলু মিয়া তেমন কোন কর্ম না করায় শ^শুর বাড়ীতে অর্ধহারে অনারে দিনপার করতে হয় ময়না বেগমের। এর মধ্যেই তাদের ঘরে জন্ম হয় এক কন্যা সন্তানের। কন্যা সন্তান হওয়ার পরে শ^াশুড়ি ও ননদের নির্যান বেড়ে যায়। তৎকালীন সময়ে একদিন বাবার বাড়ীতে গেলে সেখানে নিজেরা করি নারী কর্মীর মিটিংয়ে উপস্থিত হন। সেই মিটিংয়ে নারী কর্মী তার দু:খের গল্প শুনে তাকে ভেঙ্গে না পড়ে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। তার পরামর্শে সমিতিতে ভর্তি হয়ে কিছু টাকা জমা করে ও তার মায়ের কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে মোট পঁচিশ’শ টাকা দিয়ে টাঙ্গাইলের করটিয়া হাটে থেকে এলাকার অন্য নারী কাপড় ব্যবসায়ীদের মত সে কাপড়ের ব্যবসা শুরু করেন। এলাকায় ফেরী করে কাপড় বিক্রি করেন তিনি। পূর্ব অভিজ্ঞতা না থাকায় সেই ব্যবসায় টিকতে পারেনি বেশীদিন। কোন উপায় না পেয়ে ময়না বেগম মধুপুর উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে ১০ দিনের প্রশিক্ষণ নিয়ে হাঁস মুরগীর টিকা প্রদানের কাজ শুরু করেন। ২ বছর কাজ করার পরে মেয়ে বড় হতে থাকে পরে সেই দুই বছরে কষ্টের্জিত কিছু টাকা ও গ্রামীন ব্যাংক থেকে ১ হাজার ৫ শ টাকা লোন নিয়ে বাড়ীর স্বামীর বাড়ীর পাশে আম বাগান মোড়ে একটি মনোহারীর দোকান দেন। সেই দোকানের খবর পেয়ে স্থানীয় হুজুর ও সমাজের লোকজন মেয়ে মানুষ দোকান করতে পারবে না এটা শরীয়ত বিরোধী বলে ক্ষিপ্ত হয়ে দোকান বন্ধ করে দেন। আমি সকল বাঁধা উপেক্ষা করে স্বামী কে বুঝিয়ে ব্যবসায় তাকে মনযোগী করিয়ে ব্যবসা পরিচালনা করাই। বর্তমানে সেই ছোট্র দোকান থেকে আস্তে আস্তে বড় দোকানে পরিনিত হয়েছে। পৌরসভার মধ্যে ৪ শতাংশ জায়গা কিনে পাঁকা বাড়ী নির্মাণ করে স্বামী ও এক মেয়ে এক ছেলে নিয়ে সুখে আছি। মেয়েকে পড়া শুনা করিয়ে বিয়ে দিয়েছি। ময়না বেগমের এ রকম জীবন সংগ্রাম দেখে এলাকার আরো ৩ থেকে ৪ জন নারী দোকান করে সংসার পরিচালনা করে আসছে। শুধু ময়না বেগমই নয় দারিদ্রতার গল্প জয় করে সমাজের নারীদের কে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন উপজেলার কয়ড়া গ্রামের গৃহবধূ আনোয়ার হোসেনের স্ত্রী জামিলা বেগম। জামিলা বেগমের পড়া লেখার প্রতি প্রবল আকর্ষণ থাকলে দরিদ্র ঘরের মেয়ে হওয়ার কারনে তিনি পড়াশুনা করতে পরেনি। তাকে প্রাথমিক শিক্ষা শেষ করার পরেই ১৩ বছর বয়সে একই এলাকায় বিয়ে দেন। পড়া শুনা না করতে পারলেও নিজেরা করি ভূমিহীন সমিতির মাধ্যমে দলীয় কর্মকান্ড সহ সমাজে নারীর উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তিনি সমাজে বাল্য বিবাহ, দারিদ্র ও অসহায়ের চিকিৎসার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। শুধু তাই নয় ২০১২ সালে স্থানীয় পাইস্কা ইউনিয়ন পরিষদে সংরক্ষিত ওয়ার্ডে নারী ইউপি সদস্য পদে নির্বাচন কওে বিজয়ী হন। অতীতে তিনি দারিদ্রের সাথে লড়াই করে আজ তিনি স্বামী ও এক মেয়ে সহ ৩ ছেলে নিয়ে সুখে সংসার করছেন। পৌরসভার চাতুটিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোকছেদ আলীর মেয়ে মোর্শেদা বেগম ছোট্ট বেলায় দরিদ্র পরিবারে চার ভাই ও এক বোনের মধ্যে চতুর্থ ছিলেন। বড় পরিবারে একমাত্র শিক্ষক বাবার সামন্য বেতন দিয়ে কষ্টে পরিবারের ব্যায় ভার করেছিলেন। ঐ সময়ে এসএসসি পাশ করার পরেই মোর্শেদা কে বিয়ে দেন পাশের যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের সোহেল রানার কাছে। বিয়ের পরেও পড়াশুনা চালিয়ে যান তিনি পরে বিভিন্ন চাকুরীর পরীক্ষা দিয়ে শেষে প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী হয় তার। বর্তমানে তিনি এলাকার অসহায় দরিদ্র ছেলে মেয়েদের শিক্ষা ক্ষেত্রে সহযোগীতা করে আসছেন। তিনি বর্তমানে ধনবাড়ী পৌর শহর এলাকায় নিজস্ব জমি ক্রয় করেছেন। একটি ছেলে সন্তান ও স্বামী নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি। এদেরমত জীবন সংগ্রাম করে প্রাথমিক শিক্ষা জীবনে একটি মাত্র জামা পড়ে প্রাথমিকের গন্ডি পার করেছেন পৌরসভার নিজবর্ণি গ্রামের মোতাহের আলী খন্দকারের মেয়ে মোছা: নূরজান বেগম। দরিদ্রতার কারণে প্রাথমিকের শিক্ষালাভের পরেই বিয়ে দেন তার পরিবার। বিয়ের পরে স্বামী পাট অধিদপ্তরের চাকুরীজীবি হওয়ায় নুরজাহান বেগমকে ধোপাখালী হাই স্কুলে ভর্তি করে দেন ৬ষ্ঠ শ্রেণীতে। দু:খের বিষয় স্বামীর সামান্য বেতন থাকার কারণে এসএসসির ফরম পূরণে ব্যর্থ হয়ে নূরজাহানের পড়ালেখার পরিসমাপ্তি ঘটে। সেই থেকে তিনি প্রতিজ্ঞা করেন তিনি তার ছেলে মেয়েদের কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। সেই প্রতিজ্ঞায় আজ চারজন সন্তান কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করিয়েছেন। তারা আজ সকলেই সরকারী চাকুরীজীবি। তিনি আজ একজন সফল নারী। তিনি সমাজে আজোও ভালো কাজ করে যাচ্ছেন। জীবনের কষ্ট সংগ্রাম পিছু ছাড়েনি অরেক অদম্য মেধামী নারী পৌরসভার কিশামত ধনবাড়ী এলাকার মোছওয়ার আহম্মেদ সিদ্দিকীর মেয়ে তাহমিনা সিদ্দিকা’র। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ৬ষ্ঠ । বড় পরিবার ও অভাবের সংসার হওয়ার কারণে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হত তার। এইচ এসসি পর্যন্ত পড়ালেখা করা কালে টাকার অভাবে তাকে বিয়ে দিয়ে দেন তার পরিবার। কিন্তু স্বামীর আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে স্বামীর বাড়ী থেকে দুই টি সন্তান হওয়ার পরে চলে আসতে হয় তার। দুই সন্তান নিয়ে শুরু করেন বাবার বাড়ীতে বসবাস। নানা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে নিজে পাট পণ্যের উপর প্রশিক্ষণ নিয়ে পাট পণ্যে তৈরীর কাজ শুরু করে নিজের জীবনের সফলা এনেছেন তিনি। অন্যদেরকেও এ কাজে সহযোগীতা করে যাচ্ছেন। বর্তমানে তিনি দুই সন্তান নিয়ে বাবার বাড়ী এলাকায় নিজস্ব জমিতে বাড়ী করে সুখেই রয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840