সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
টাঙ্গাইলের নাগরপুরে ভোট বর্জনের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে ভোট বর্জনের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ

প্রতিদিন প্রতিবেদক, টাঙ্গাইল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সরকার পতনের একদফা দাবি ও ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলন সফল করতে দ্বিতীয় দফায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে দলটি। এ দফার প্রথম দিনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে কর্মসূচি পালন করেছে। অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের পক্ষে জনমত তৈরি করতে নাগরপুর উপজেলার বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। উপজেলার বিভিন্ন জায়গায় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এ কর্মসুচী পালন করে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে নাগরপুরের কেদারপুর বাজারে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান ও অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, সহ সভাপতি ফিরোজ সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সদস্য শরীফ উদ্দীন আরজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপ্টি, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহীদুর রহমান মনিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল নেতা ফনির হোসেন ভুঁইয়া, দীপন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুছাসহ সংগঠনের নেতাকর্মীরা টাঙ্গাইল আরিচা সড়কের ধুবরিয়া চৌরাস্তা বাজারে লিফলেট বিতরণ করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদল আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসুচী পালন করছে। বর্তমান সরকারের নানা অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সব আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলন বাধাগ্রস্থ করতে সক্রিয় ও জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও করেছেন তারা।

 

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840