সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে বাসস্ট্যান্ড সংলগ্ন সেতুর ওপরে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুলাল হোসেন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৫ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহত দুলাল হোসেন সখিপুর উপজেলা সাপিয়াচালা গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে ও কালিহাতীতে তার নিজস্ব বাসা রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির থানার এসআই সাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে সখিপুর থেকে কালিহাতী দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে হাইওয়ে পুলিশের ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ির চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme