প্রতিদিন প্রতিবেদক:
স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশন ও শিশুদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল সদরের ডিস্ট্রিক্ট বস্তিতে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
রবিবার(১০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ উদ্যোগের পৃষ্ঠপোষক ও সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশিম ভূঁইয়া। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
সেলাই মেশিন পেয়ে আনন্দে আপ্লুত পারভীন আক্তার বলেন, আমরা গরীব মানুষ, সেলাই কাজ জানলেও এতদিন মেশিন কেনার সাধ্য ছিল না। আজ মেশিন পেয়ে খুব ভাল লাগছে। এখন থেকে নিয়মিত সেলাই কাজ করতে পারবো।
পারভীন আক্তারের মত ১০জন অস্বচ্ছল নারীদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেয়া হয়। সংগঠনটির উদ্যোগে এ পর্যন্ত শতাধিক নারী ও পুরুষকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন, ক্ষুদ্র ব্যবসা, ছাগল দেয়া হয়েছে যাদের অনেকেই এখন স্বাবলম্বী।
সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, কয়েক বছর ধরে ফাউন্ডেশন স্বাবলম্বী প্রকল্প পরিচালনা করছে। আজ প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই আমাদের এ আয়োজন।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপি ব্যাংকের পরিচালক ফারহানা রহমান,ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা তৌহিদুল ইসলাম, সমন্বয়ক মোমিনুল ইসলাম,মির্জা রিয়ান, রাকিবুল রায়হান, আহসান খান মিলন, সামিউল সামি, জিম খান, জিহাদ পারভেজ, সামিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।