সংবাদ শিরোনাম:
মধুপুরে গরীবের হাসপাতালে র‍্যাবের চিকিৎসা সামগ্রী বিতরণ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫

টাঙ্গাইলে আদালতের নাজির ও হিসাব সহকারীকে শোকজ

  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৭১১ বার দেখা হয়েছে।

টাঙ্গাইলে আদালতের নাজির ও হিসাব সহকারীকে শোকজ

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. নাসির উদ্দিন এবং ভূঞাপুর সহকারী জজ আদালতের হিসাব সহকারী মো. হারুন-অর-রশিদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

গত ২৫ মে জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের স্বাক্ষরিত এক চিঠিতে তাদের অভিযুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগনামা থেকে জানা যায়, আদালতের নাজির মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতের জারিকারক ও অন্যান্য কর্মচারীসহ ২৯ জন (স্মারক নং-১৫২ (১-২) এবং ভূঞাপুর সহকারী জজ আদালতের হিসাব সহকারী মো. হারুন-অর-রশিদের বিরুদ্ধে ওই কার্যালয়ের ২৯ জন জারিকারক ও অন্যান্য কর্মচারী গত ২৫ এপ্রিল লিখিত অভিযোগ দেন (স্মারক নং-১৫৩ (১-৩)।

অভিযোগে উল্লেখ করা হয়, জারিকারকসহ আদালতের অন্যান্য কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে প্রতি হাওলায় জনপ্রতি টাকা দাবি করেন মো. নাসির উদ্দিন ও মো. হারুন-অর-রশিদ। প্রতি জরুরি সমনের জন্য ৫০০ টাকা করে দিতে হয় তাদের। এছাড়া প্রতি জারিকারকের কাছ থেকে নেওয়া হয় দুই হাজার টাকা করে।

অভিযোগে আরো বলা হয়, অফিস চত্বরে ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য সরকারিভাবে টাঙ্গাইল পৌরসভা কর্তৃক নিয়োজিত লোক দিয়ে কাজ করানো হলেও সেই কাজের জন্য জারিকারকদের কাছ থেকে টাকা আদায় করা হয়। এতে করে আদালতে কর্মরত সব জারিকারক ও অন্যান্য কর্মচারী তাদের দু’জনের কাছে জিম্মি হয়ে পড়েছেন।

জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. নাসির উদ্দিন ও মো. হারুন-অর-রশিদকে শোকজ করেন। তাদের ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে শোকজের (কারণ দর্শানোর নোটিশ) জবাব দিতে বলা হয়। কিন্তু ২৯ জন কর্মচারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শোকজের জবাব গ্রহণযোগ্য না হওয়ায় সহকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ সনের ৩ এর (খ) বিধির আওতায় তাদের দু’জনকেই অভিযুক্ত করা হয়। একইসঙ্গে নাজির মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগনামাটি নেজারত বিভাগের কাছে পাঠান ভারপ্রাপ্ত জজ। এছাড়া হিসাব সহকারী মো. হারুন-অর-রশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগনামাটি ভারপ্রাপ্ত জজ, নেজারত বিভাগ ও ভূঞাপুর সহকারী জজ আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. নাসির উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে ভূঞাপুর সহকারী জজ আদালতের হিসাব সহকারী মো. হারুন-অর-রশীদ জানান, তাদের দু’জনের জবাব সন্তোষজনক না হওয়ায় দু’জনকেই শোকজ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme