সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

টাঙ্গাইলে এক মাস পর টানা দুইদিন করোনায় মুত্যু নেই

  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে এক মাস পর টানা দুইদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। এই দুইদিনে আক্রান্তের হারও অনেক কম। গত দুই দিনে টাঙ্গাইলে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, রোববার (২২ আগস্ট) সকাল ৬ টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত ৪৯৫ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৭ শতাংশ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় রয়েছেন ১৯ জন, দেলদুয়ারে ১১, কালিহাতীতে ৬, ধনবাড়ীতে ৫, নাগরপুরে ৪, মির্জাপুরে ২ ও মধুপুরে ১ জন রয়েছেন।

সোমবার (২৩ আগস্ট) সকাল ৬ টা থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫২৯ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৩ জন, মির্জাপুরে ১৫ জন, সখীপুরে ৮ জন, গোপালপুরে ৪ জন, নাগরপুর, দেলদুয়ার ও ঘাটাইলে ৩ জন করে, মধুপুরে ১১ জন, বাসাইলে ২ জন, কালিহাতী, মধুপুর ও ভুঞাপুরে একজন রয়েছেন। আক্রান্তের হার ১২ দশমিক শতাংশ।

মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৬ হাজার ১৯০ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ২৫১জন। আরোগ্য লাভ করেছেন ১০৭৩০ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৮৩ জন।

এর আগে করোনায় মৃত্যু শূন্য ছিল গত ২২ জুলাই। তার আগে মৃত্যুশূন্য দিন ছিল ১ জুলাই। জেলায় প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ এপ্রিল। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ওই বছরের ২০ এপ্রিল।

গত এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। জুন মাস থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। জুলাই মাসে সর্বাধিক ৬ হাজার ৩০ জন শনাক্ত হন এবং ১০৫ জন মৃত্যুবরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme