সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা সরকারি কলেজ সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২০অক্টোবর) দুপুরে টাঙ্গাইল আদালত এলাকায় কলেজ সরকারিকরণের তারিখে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভূক্ত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মো. জামিল হোসেন, ডাঃ আব্দুল জলিল, মো. শহীদুল্লাহ, মীর ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সকলের পাশে থেকে দেশের উন্নয়ন করে যাচ্ছে। সরকারি কলেজ শিক্ষক সমিতির দাবি গুলো মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme