সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

টাঙ্গাইলে খাবারের সন্ধ্যানে বনের হরিণ লোকালয়ে

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ বনাঞ্চলে শুস্ক মৌসুমে খাবার সংকট দেখা দেওয়ায় বনের হরিণ খাবারের সন্ধ্যানে লোকালয়ে ছুটে আসার খবর পাওয়া যায় প্রায়ই। এরইধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুর থেকে একটি বন্য হরিণ উদ্ধার করা হয়।
বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় স্থানীয়দের উপজেলার ফতেপুর ইউনিয়রেন পারদিঘী গ্রাম থেকে হরিণটি উদ্ধার করেন স্থানীয় বাঁশতৈল বনবিভাগের লোকজন।
ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, বিকালে পাশের সুতানড়ি গ্রামের লোকজন চিত্রা হরিণটি দেখতে পান। তারা হরিণটি দৌড়ে ধরার চেষ্টা করেন। কিন্তু তাদের তাড়া খেয়ে হরিণটি পারদিঘী গ্রামে ছুটে আসে।
তিনি আরও জানান, ওই গ্রামের লোকজন ঘেরাও দিয়ে হরিণটি ধরে বনবিভাগের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বাঁশতৈল রেঞ্জ অফিসার আশরাফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি দল পারদিঘী গ্রামে এসে হরিণটি উদ্ধার করেন। হরিণটি এক নজর দেখতে আশপাশের লোকজন ভিড় করেন।
এ বিষয়ে বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বর্তমানে শুস্ক মৌসুম চলছে। এই সময়ে মধুপুর বনাঞ্চলে হরিণের খাবার সংকট দেখা দিয়েছে। যে কারণে হরিণ বন থেকে লোকালয়ে এসে থাকতে পারে বলে তিনি ধারণা করছি।চিত্র জাতের এই হরিণটি ওজন প্রায় ৩০ কেজি। স্থানীয় লোকজন দৌড়ি ধরতে গিয়ে হরিণটি শিং এ আঘাতপ্রাপ্ত হয়েছে।
টাঙ্গাইল সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ এমরান আলী জানান, বাঁশতৈল এলাকা থেকে বনবিভাগের একটি দল পারদিঘী গ্রামে এসে হরিণটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন।
আমরা হরিণটি বৃহস্পতিবার (১০ মার্চ) প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে মধুপুর জাতীয় উদ্যানে লোহরিয়া হরিণ প্রজনন কোল্পে ছেড়ে দেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme