সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে উপজেলা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিফ্রিং কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত বাসাইলে তামাক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা পাসপোর্ট টু আর্নিং অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
টাঙ্গাইলে খাবারের সন্ধ্যানে বনের হরিণ লোকালয়ে

টাঙ্গাইলে খাবারের সন্ধ্যানে বনের হরিণ লোকালয়ে

প্রতিদিন প্রতিবেদকঃ বনাঞ্চলে শুস্ক মৌসুমে খাবার সংকট দেখা দেওয়ায় বনের হরিণ খাবারের সন্ধ্যানে লোকালয়ে ছুটে আসার খবর পাওয়া যায় প্রায়ই। এরইধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুর থেকে একটি বন্য হরিণ উদ্ধার করা হয়।
বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় স্থানীয়দের উপজেলার ফতেপুর ইউনিয়রেন পারদিঘী গ্রাম থেকে হরিণটি উদ্ধার করেন স্থানীয় বাঁশতৈল বনবিভাগের লোকজন।
ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, বিকালে পাশের সুতানড়ি গ্রামের লোকজন চিত্রা হরিণটি দেখতে পান। তারা হরিণটি দৌড়ে ধরার চেষ্টা করেন। কিন্তু তাদের তাড়া খেয়ে হরিণটি পারদিঘী গ্রামে ছুটে আসে।
তিনি আরও জানান, ওই গ্রামের লোকজন ঘেরাও দিয়ে হরিণটি ধরে বনবিভাগের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বাঁশতৈল রেঞ্জ অফিসার আশরাফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি দল পারদিঘী গ্রামে এসে হরিণটি উদ্ধার করেন। হরিণটি এক নজর দেখতে আশপাশের লোকজন ভিড় করেন।
এ বিষয়ে বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বর্তমানে শুস্ক মৌসুম চলছে। এই সময়ে মধুপুর বনাঞ্চলে হরিণের খাবার সংকট দেখা দিয়েছে। যে কারণে হরিণ বন থেকে লোকালয়ে এসে থাকতে পারে বলে তিনি ধারণা করছি।চিত্র জাতের এই হরিণটি ওজন প্রায় ৩০ কেজি। স্থানীয় লোকজন দৌড়ি ধরতে গিয়ে হরিণটি শিং এ আঘাতপ্রাপ্ত হয়েছে।
টাঙ্গাইল সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ এমরান আলী জানান, বাঁশতৈল এলাকা থেকে বনবিভাগের একটি দল পারদিঘী গ্রামে এসে হরিণটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন।
আমরা হরিণটি বৃহস্পতিবার (১০ মার্চ) প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে মধুপুর জাতীয় উদ্যানে লোহরিয়া হরিণ প্রজনন কোল্পে ছেড়ে দেই।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840