প্রতিদিন প্রতিবেদক: “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” স্লোগানে টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষন ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ নভেম্বর সকালে টাঙ্গাইল স্কাউট ভবনে টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ সার্কেলের যৌথ আয়োজনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আজিজুর হক, ট্রাফিক ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, টাঙ্গাইল বিআরটিএ-এর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহম্মেদ, মোটরযান পরিদর্শক মো.গোলাম সরওয়ার, সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিমসহ বিআরটিএ এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ মটর শ্রমিক ও ড্রাইভিং লাইসেন্স পরিক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।