সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

টাঙ্গাইলে গো-খাদ্যের তীব্র সংকট

  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৫৮ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে বন্যা ও অতিবৃষ্টির কারণে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। গবাদীপশুর প্রধান খাদ্য খড়ের দাম বেড়ে যাওয়ায় খামারী ও প্রান্তিক গরুর মালিকরা হতাশ হয়ে পড়েছে। ফলে তারা বাধ্য হয়ে গরু কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে টাঙ্গাইলের যুগনী ও তোরাপগঞ্জ, কালিহাতীর এলেঙ্গা ও সয়া, ভূঞাপুরের গোবিন্দাসী সহ বিভিন্ন হাটে দেখা গেছে, প্রতি আটি(ছোট) উন্নতমানের খড়ের দাম ১৬-১৮ দরে বিক্রি করা হচ্ছে। লোকাল মোটা এক বোঝা(বড়) খড় দুই হাজার থেকে আড়াই হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। ফলে এক কেজি খড়ের দাম গড়ে ৩০ টাকা পড়ছে। হাটগুলোতে দিনাজপুর ও নওগাঁ অঞ্চলের খড়ের চাহিদা বেশি। বিক্রেতারা জানান, মোকাম থেকে বেশি দামে কিনতে হয় বলে খড়ের দাম বেশি।

গোবিন্দাসী হাটে খড় কিনতে আসা চরাঞ্চলের খয়বর আলী, নুরুল ইসলাম, যুগনী হটে আসা কালাম, আব্দুর রাজ্জাক, তোরাপগঞ্জ হাটে আসা নাজমুল হুদা, মালেক মিয়া, সয়া হাটে আসা কামরুল, রাজিব সহ অনেকেই জানান, বন্যায় টাঙ্গাইলের ১১টি উপজেলা প্লাবিত হয়। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় কাঁচা ঘাস মরে যায়, খড়ও নষ্ট হয়ে যায়। এতে গো-খাদ্যের চরম সংকট দেখা দেয়। গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেকে গবাদীপশু কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।

খড় কিনতে আসা টাঙ্গাইল সদর উপজেলার আব্দুর রহমান জানান, আগে খড় দুইশ’ টাকা দিয়ে একশ’ আটি খড় কেনা যেত। এখন দেড় হাজার থেকে ১৭শ’ টাকা দিয়ে একশ’ আটি খড় কিনতে হচ্ছে। এছাড়া কাঁচা একশ’ আটি খড় ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

গোবিন্দাসী হাটের খড় বিক্রেতা ঈমান আলী জানান, বন্যা ও অতিবৃষ্টির কারণে সব জায়গায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। দিনাজপুর ও নওগাঁ থেকে খড় কিনে এনে এখানে তারা টাঙ্গাইলের বিভিন্ন হাটে বিক্রি করে থাকেন। মোকামে খড়ের দাম বেশি থাকায় তারাও সে অনুপাতে বিক্রি করছেন। তিনি আরও জানান, নতুন খড় না আসা পর্যন্ত এই সংকট আরও বাড়বে।

টাঙ্গাইল জেলা প্রাণি সম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ সোহেল রানা জানান, প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও বৃষ্টির কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। প্রাণিসম্পদ অফিস থেকে জেলার খামারী ও প্রান্তিক গরু লঅলন-পালনকারীদের নানা ধরণের পরামর্শ দেয়া হচ্ছে। রাস্তার পাশে বা ফাঁকা জায়গায় ঘাসের কাটিং লাগানো ও সংকটময় সময়ে গরুকে গমের ভুষি খাওয়াতে বলা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme