সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল।

এতে পুলিশ বাধাঁ প্রদান করে। পরে পুলিশি বাধাঁ উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভিক্টোরিয়া রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর,

যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, সৈয়দ শাতিল, জাহিদ হোসেন মালা, জেলা ছাত্রদল নেতা আবেদ ইমন, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম সুমন, মোস্তফা কামাল, রাজিব হাসান নিপু,

রাসেদ খান সোহাগ, মোঃ রুবেল মিয়া, দুর্জয় হৌড় শুভ, সজীব খান, সুমন বাপ্পী, দোলন, সবুজ মিয়া, মোঃ শাহীন থানা ছাত্রদলের আজিম উদ্দীন বিপ্লব, সাজ্জাত কবীর সুমন, জাহিদ হোসেন,

করটিয়া সাদত কলেজ ছাত্রদল নেতা চঞ্চল, রানা, এম এম আলী কলেজ ছাত্রদল নেতা আরেফিন রানা, মোঃ বাদশা সহ বিএনপি, যুবদল, ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তৃব্যে দেশে অগনতান্তিক সরকার তার নতজানু পররাষ্ট্রনীতি এবং ক্ষমতা কুক্ষিগত করার জন্য যখন একের পর এক দেশবিরোধী চুক্তি করছে ঠিক সেই সময় দেশপ্রেমিক মেধাবী ছাত্র আবরার ফাহাদ তার ফেসবুক স্ট্যাটাসে প্রতিবাদ করায় তাকে বুয়েট ছাত্রলীগের নেতারা বর্বরোচিত ভাবে হত্যা করে।

সরকারের সকল অবৈধ কাজে সম্পৃক্ত থেকে ছাত্রলীগ সারাদেশে একের পর এক হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে দেশে এক অরাজক পরিস্হিতির সৃস্টি করেছে।

নেতৃবৃন্দ ছাত্রলীগকে প্রতিটি শিক্ষা প্রতিস্ঠানে প্রতিরোধের আহবান জানান এবং হত্যাকারীদের ফাঁসী দাবী করেন। অন্যথায় ছাত্রদল সারাদেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840