খায়রুল খন্দকার: টাঙ্গাইল প্রেসক্লাবে চারটি উপজেলার সাংবাদিকদের তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রধান অতিথি ছিলেন গোপালপুর-ভূঞাপুরের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। প্রশিক্ষণটির সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র সহকারি প্রশিক্ষক শাহ আলম সৈকত।
প্রশিক্ষণে জেলার ভূঞাপুর, গোপালপুর, ধনবাড়ী ও সদর উপজেলার মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। শেষে তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।