প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় মঙ্গলবার টাঙ্গাইলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৯৩ জন। টাঙ্গাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। ৪৩৭টি নমুনা পরীক্ষা করে ১৯৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪৪ দশমিক ১৬ ভাগ।
আক্রান্তদের মধ্যে, টাঙ্গাইল সদর ৭৯, ঘাটাইল ২৬, কালিহাতী ১৮, গোপালপুর ১৬, দেলদুয়ার ১৪, ভূয়াপুর ১৪, মধুপুর ৮, ধনবাড়ি ৬, মির্জাপুর ৬, সখিপুর ৩ ও নাগরপুরে ৩ জন নিয়ে মোট ১৯৩ জন। জেলায় মোট করোনায় আক্রান্ত ৭ হাজার ৩৮৭ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৬৩৬জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৮ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।