সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

টাঙ্গাইলে নোংরা পরিবেশের জন্য ৪ খাবারের দোকানে জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণ করার দায়ে ৪ খাবারের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন অভিযান পরিচালনা করেন।

এ সময় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার ৪ খাবারের দোকানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্ত খাবারের দোকান গুলোর মধ্যে সেফাত রেস্টুরেন্টকে ৮হাজার, উজ্জালা রেস্টুরেন্টকে ৬ হাজার, সনি স্টারকে ৫ হাজার আর বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে এসব হোটেলে নি¤œমানের খাবার, অতিরিক্ত মূল্য এবং অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করার অভিযোগ পান তিনি। এ কারণে ওই ৪টি হোটেলকে জরিমানা করা হয়েছে। এ সময় অন্যান্য ব্যবসায়ীদেরও সচেতন করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, নিম্নমানের খাবার, অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পরিচালিত অভিযানে টাঙ্গাইল সদর মডেল থানারউপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme