সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে

  • আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে ।

বুধবার (১৫ মে) দুপুরে জেলার দেলদুয়ার উপজেলায় পুটিয়াজানী বাজারে দুপুরে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাজার শাখার সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.সাইদুর রহমান।

তিনি জানান,এটা একটা দুঃখজনক ঘটনা যে এই বাজারে ভাঙ্গচুর করেছে। ভাঙ্গচুরের সময় দুপুর ছিল। এসময় বাজারের লোকজন কম থাকে তা না হলে এঘটনা ঘটাতে পারতো না।
তিনি আরো জানান এই দোকানটি বয়স্ক সুফিয়া বেগমকে তার বাবা জমি ক্রয় করে তার মেয়েকে দিয়েছে। সেই দোকানের সামনে দিয়ে সরকারী রাস্তা করা হচ্ছে সেখান থেকে
ভুত্তির্কীবাবদ সরকারের নিকট কিছু টাকা পেয়েছে। সেই টাকার লোভে পড়ে সুফিয়া বেগমের দেবর মেহের আলী তার লোকবল নিয়ে এঘটনা ঘটায়।

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান সুফিয়া বেগমের দেবর নানা সময়ে নানা ধরনের অপকর্ম করাতে তাকে আমাদের সমাজ থেকে বহিস্কার করা হয়েছে। তাতেও তিনি ক্ষান্ত হননি। তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

সুফিয়া বেগম জানান,আমার বাবা প্রায় ১৫ বছর আগে আমাকে এই জায়গা ক্রয় করে দেন। সেখানে দোকান করে চলি। এক পর্যায়ে আমার দোকানের সামনে দিয়ে টাঙ্গাইল টু
মানিকগঞ্জ রাস্তা হচ্ছে। সেই রাস্তায় একটু জায়গা পড়ে।
সেখান থেকে কিছু টাকা পাই। সেই টাকা থেকে ২ লক্ষ টাকা চান আমার দেবর মেহের আলী। টাকা না দেওয়া আমার দোকানে হামলা করে। এদিকে নতুন করে দোকান পিছিয়ে তুলতে গেলে
সেখানে মেহের আলী দুপুরে তার দল নিয়ে আমার দোকানের টিনের ঘর ভাঙ্গচুর করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি।

সুফিয়া বেগমের ছেলে সেলিম মিয়া বলেন, শুক্রবার সকালে থানায় গিয়ে অভিযোগ দিয়ে এসেছি। এরপরও আমরা কোর্টে মামলা দায়ের করবো। এই ভাঙচুরের ঘটনায় মেহের আলীকে অভিযুক্ত করা হলে তাকে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ সম্বভ
হয়নি।
জানা যায় দেলদুয়ার উপজেলায় ফাজিলহাটি মৌজায় পুটিয়াজানী গ্রামে ৪০৬৯ ও ৪০৭০ দাগ নাম্বারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে টাঙ্গাইর পি-১৫০/২০২৪ নং মোকদ্দমা
ভুক্ত তফসিল ভুমিতে গত ১৫ মে তারিখে দুপুরে সরেজমিনে সার্ভেয়ার করার কথা থাকলে বিবাদী মেহের আলী সময় চেয়ে আবেদন করেন।

এ বিষয়ে টাঙ্গাইলের দেলদুয়ার থানার অফিসার ইনর্চাজ প্রদ্যুৎ সরকার বলেন,অভিযোগ পেলে আইনুগত ব্যাবস্থা নেওয়া হবে। কোন সুযোগ নেই ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙচুর করে সে পালিয়ে বেড়াবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme