টাঙ্গাইলে প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরন
-
আপডেট :
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
-
৩৭৮
বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সরকারী বরাদ্দকৃত প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতা কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে কার্ড বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন টাঙ্গাইল পৌরসভার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (এমপি)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন টাঙ্গাইল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, তানভীর হাসান ফেরদৌস নোমান, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, উল্কা বেগম, স্বপ্না সহ অন্যান্য কাউন্সিলরগণ ও সমাজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী।
খবরটি শেয়ার করুন:
আরো সংবাদ