প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের র্যাব ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় ২৫ বোতল ফেন্সিডিল একটি মোবাইল ফোন, ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মির্জাপুর উপজেলার সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের জিন্নাত আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৮)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মির্জাপুর সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বিরোধী অভিযান চালায় র্যাব সদস্যরা।
এসময় ২৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ জহুরুল ইসলাম কে গ্রেফতার করা হয়। একই সাথে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।
সাক্ষীদের সম্মুখে আসামীরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। মাদক সহ সকল অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।