প্রতিদিন প্রতিবেদক : করোনা পরিস্থীতি ও অসহায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি।
বুধবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ও হুগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের এ খাদ্য সামগ্রী বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গােইল-৫ (সদর) আসন থেকে আগামী সংসদ সদস্যপ্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু,
জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, খন্দকার রাসেদুল আলম রাসেদ, মেহেদী আলিম, সাংগঠনিক সম্পাদক আঃ হামিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী,
সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার ও জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক একে মনিরুল হক ভিপি মুনীর, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসগর আলী, হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলম দুলাল,
জেলা কৃষক দলের সভাপতি দিপু হায়দার খান, জেলা যুবদলের যুগ্ম আহবাঢক মাহমুদ হাসান টিটন, আবদুল্লাহ্ কাফী শাহেদ, সৈয়দ শাতীল, মনিরুজ্জামান জুয়েল, জাহিদ হোসেন মালা, সজল তানভীর,
জেলা ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোঃ শাফী ইথেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, মহিলা দলের সভানেএী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক এডঃ মমতাজ করিমসহ ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
দুই ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
হুগড়া এবং ঘারিন্দা ইউনিয়নে এানসামগ্রী বিতরনকালে প্রধান অতিথি বিএনপি’র প্রতিস্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন দেশের মানুষ আজ ভাল নেই।
একদিকে করোনা অন্যদিকে বন্যায় আজ সবাই বিপর্যস্ত। অন্যদিকে সরকার এবং তার দলের বিনাভোটের এমপি. মন্ত্রীরা সহ নেতাকর্মীরা ব্যস্ত লুটপাটে। বিএনপি আজ ১৪:বছর যাবৎ ক্ষমতার বাইরে তারপরও দেশের প্রতিটি দুর্যোগে দেশনেএী বেগম খালেদা জিয়া এবং ভারঃ চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সবসময় আপনাদের পাশে.আজও তার ব্যপ্তয় ঘটেনি।
দেশের প্রতিটি ক্রান্তিকালীন সময়ে তিনি সদর উপজেলা বাসীর পাশে থাকবেন জানিয়ে বলেন গনতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলন মাধ্যমে এই অবৈধ সরকারকে উৎখাত করে বিএনপি সরকার গঠনের মাধ্যমে চরাঅঞ্চলের নদী ভাংগন রোধে স্হায়ী সমাধান সহ প্রতিটি উন্নয়ন কর্মকান্ড চালানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।