সোহেল রানা : টাঙ্গাইলে “মানবতার পাশে, এক সাথে” প্রতিপাদ্যে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৮ মে সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন করা হয়।
এসময় টাঙ্গাইল জেলা ইউনিট লেবেল অফিসার মো. মঈনউদ্দিন মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন এর পক্ষে মেডিকেল অফিসার ডাঃ সঞ্চিতা মিত্র। এসময় আর উপস্থিত ছিলেন টাঙ্গাইলের বিভিন্ন স্কুল ও কলেজের রেড ক্রিসেন্ট এর দায়িত্ব প্রাপ্ত শিক্ষক-শিক্ষীকা, জেলা ইউনিটের যুব প্রধান মো আল-আমিনসহ বিভিন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যবৃন্দরা।
এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন জেলা ইউনিট লেবেল অফিসার মো. মঈনউদ্দিন মঈন। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন টাঙ্গাইলের অতীরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন। পরে টাঙ্গাইলের শহীদ স্মৃতী পৌর উদ্যানে থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ স্মৃতী পৌর উদ্যানে এসে শেষ হয়।