সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইলে ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৫৭৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: অতিরিক্ত টাকা নিয়েও নিজ নামে রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র না দেওয়ায় কালিহাতী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মো. রাব্বি মিয়া নামের এক শিক্ষার্থী। সে কালিহাতী উপজেলার মো. শাহজাহান মিয়ার ছেলে। সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিলনাতনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী রাব্বি বলেন, তিনি কালিহাতী উপজেলার প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বিএম স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। কলেজের যাবতীয় টাকা পরিশোধ করা হলেও গত বর্ষ পরিবর্তনের পরীক্ষার সময় প্রবেশ পত্র সংগ্রহ করতে গেলে কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম আমার নিজের প্রবেশপত্রের পরিবর্তে মো. রাজিব হোসেন, পিতা মো. আনোয়ার হোসেন, মাতা সাহিনুর বেগম নামে অন্য এক ছাত্রের প্রবেশ পত্র আমাকে দেয়।

প্রবেশ পত্রটি আমার নয় বিষয়টি অধ্যক্ষকে জানালে তিনি আমাকে বলেন এই প্রবেশ পত্র দিয়ে তুমি পরীক্ষা দাও তোমার কোন সমস্যা হবে না। পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ হলেও আমি কোন ফল পাইনি। বিষয়টি আমি প্রিন্সিপালকে জানালে সে সমস্যাটি সমাধান করার আশ্বাস দেন।

কিন্তু সমস্যা সমাধানের জন্য তিনি বারতি টাকা দাবি করেন। আমি তার চাহিদা অনুযায়ি অতিরিক্ত টাকা দেওয়ার পর সে আমার কাগজ পত্র ঠিক করে দিতে পারেনি। ফলে আমার আগামী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। আমি দুই বছর পড়াশুনা করেও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছি না। এঘটনায় আমার ভবিষ্যত অন্ধকার।

এ বিষয়ে প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদটি না করার জন্য অনুরোধ জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme