প্রতিদিন প্রদতবেদক: টাঙ্গাইলের মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার আদালত পাড়া (১৪ নং ওয়ার্ড)র সাধারণ মানুষের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মাজহারুল ইসলাম এলিচ।
মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল গ্রন্থগারের সভাপতি খন্দকার নাজিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রদীব কুমার সাহা, খন্দকার বাবুল খান,ফিরোজ চৌধুরী, সাবেক ফুটবলার শামীম সহ অনেকে।
এসময় প্রায় ৫ শতাধিক মানুষকে গাইনী, ডায়াবেটিস, হৃদরোগ, মেডিসিন,চর্ম ও যৌন রোগের ফ্রি চিকিৎসা দেওয়া হয়।
মাজহারুল ইসলাম এলিচ বলেন,১৪ নং ওয়ার্ডের মানুষের পাশে সর্বদাই ছিলাম আগামীতেও পাশে থাকবো। তাদের সেবা দেওয়ার জন্য সর্বদা আমি নিয়োজিত থাকবো।
এসময় দুইজন প্রতিবন্ধী লোককে দুইটি হুইল চেয়ার দেওয়া হয়।