প্রতিদিন প্রতিবেদক : বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন কারণে ৯ টি যানবাহন থেকে ২৩ হাজার ৫ শত টাকা আর্থিক জরিমানা আদায় করেছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিআরটিএ এর সহযোগিতায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। বিআরটিএ সহকারী পরিচালক মো. নাঈম, মটরযান পরিদর্শক মোহাম্মদ অহিদুর রহমান।
যানবাহনের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ও ইন্সুরেন্স না থাকায় ৯ যানবাহনকে মটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩ সালের ১৫২, ১৫৫ ও ১৩৮ ধারায় মোট ২৩ হাজার ৫ শত টাকা আর্থিক জরিমানা করা হয়।