প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের কলেজপাড়া কাউন্সিলরের বাসা সংলগ্ন পুলিশের লাশ মোড়ানো সাদা ব্যাগে লাশের আকৃতি বাঁশের চাটাই দেখে এলাকাবাসী ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে পৌরসভার দক্ষিণ কলেজ পাড়ায় হঠাৎ এ ব্যাগটি পরে থাকতে দেখে স্থানীয়রা সদর মডেল থানায় খবর দেয়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, ব্যাগটিতে মরদেহ পেঁচানো একটি চাটাই আর কিছু কাপড় পাওয়া গেছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টির চেষ্টায় কেউ পরিকল্পিত ভাবে ব্যাগটি ঘটনাস্থালে ফেলে রেখে যায়।এ বিষয়টি দিয়ে পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।
প্রত্যাক্ষদর্শী ও স্থানীয়রা জানান, লাশ বহনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত সাদা একটি ব্যাগ লাশ আকৃতি করে পৌরসভার দক্ষিণ কলেজ পাড়ায় ফেলে রাখে। হঠাৎ দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়।
পরে স্থানীয় কাউন্সিলর সহ মডেল তানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে রহস্য উৎঘাটন করেন। ব্যাগটি খুলে ভেতরে মরদেহ পেঁচানো একটি বাঁশের চাটাই আর কিছু পরিহিত কাপড় পাওয়া গেছে। কোনো মরদেহ পাওয়া যায়নি। পুলিশ সেখান থেকে লাম আকৃতি চাটাই সরিয়ে থানায় নিয়ে যায়।