সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে হত্যা মামলায় রুবেল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১১ মে) দুপুরে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার মধ্যরাতে র‌্যাব-৫ এর সহযোগিতায় নাটোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন আসামিকে কালিহাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রুবেল কালিহাতীর রামপুর হিন্দুপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন বলেন, ‘‘পূর্ব শত্রুতার জেরে গত ৫ মে রায়হান নামের এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। রুবেল মামলার তিন নম্বর আসামি।’’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme